অ্যামেরিকায় কমছে মূল্যস্ফীতির হার

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৭:১৪

অ্যামেরিকায় কমছে মূল্যস্ফীতির হার
  • 0

অ্যামেরিকায় গত বছরের তুলনায় মূল্যস্ফীতি কমে জনজীবনে স্বস্তি ফিরেছে। খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা।

গ্রাহক পর্যায়ে পণ্যের দাম গত বছরের মে মাসের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। তবে আশা করা হচ্ছে, প্রত্যাশার চেয়েও মূল্যস্ফীতি কমায় শিগগির বাজারের উত্তাপ সহনীয় হবে।

ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতির সবশেষ হার ঘোষণার একদিন আগে মে মাসের গ্রাহক পর্যায়ে দামের নতুন তথ্য প্রকাশ করা হয়। এই তথ্যের উপর ভিত্তি করেই ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতির হার আরও বাড়াবে কিনা তা নির্ধারণ করবে।

এক বছর আগের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলের মূল্যস্ফীতি ছিল ৪.৯ শতাংশ, যা মে মাসেই উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে।

তবু ফেডারেল রিজার্ভের সবশেষ রিডিংয়ে লক্ষ্যমাত্রা ২ শতাংশের চেয়ে দ্বিগুণ মূল্যস্ফীতি এখনও রয়েছে।

অ্যামেরিকার সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত তিন মাসে অ্যামেরিকার বার্ষিক জিডিপি হার ১.১ শতাংশ বেড়েছে।

অন্যদিকে মার্চের শুরুর সপ্তাহেই দেশটির সবচেয়ে বড় ৩০টি ব্যাংকের তিনটি সুদের উচ্চ হার এবং গ্রাহক ও বিনিয়োগকারীর অর্থ ফেরত নেয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করে।

তবে সবকিছু ছাপিয়ে দেশটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার জানান দিচ্ছে অর্থনৈতিক সূচক।

চলতি মাসের শুরুতে একটি চাকরির প্রতিবেদন অনুসারে, মে মাসের শ্রম বাজার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওয়াল স্ট্রিটের ১৯৫ হাজার চাকরির সংখ্যা বেড়ে ৩৩৯ হাজারে পৌঁছেছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...