কোলকাতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলেখা মিত্র ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
0
বাংলাদেশের অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে আগ্রহী ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশাল মিডিয়ায় পোস্ট দিয়েই এ আগ্রহ জানিয়েছেন তিনি।
সম্প্রতি কোলকাতায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন শ্রীলেখা ও চঞ্চল। সেখানেই নিজেদের একটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘এই ছবিটা...কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট করো।’
ছবিতে দেখা যাচ্ছে হাতে পুরস্কার নিয়ে লাজুক হাসিতে দাঁড়িয়ে শ্রীলেখা। পরনে সবুজ রঙের শাড়ি। তার পাশেই সবুজ রঙের পাঞ্জাবিতে দাঁড়ানো চঞ্চল চৌধুরী।
ওয়েব সিরিজ ‘কারাগার’ মুক্তির পর থেকে পশ্চিমবঙ্গেও বেড়েছে চঞ্চলের ভক্ত সংখ্যা বেড়েছে। তার সঙ্গে কাজ করার ইচ্ছা এর আগেও অনেকে প্রকাশ করেছেন।
ব্যস্ত অভিনেতা চঞ্চল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শ্রীলেখা এখন সিনেমা পরিচালায় ব্যস্ত বেশি।
শ্রীলেখা মিত্রের পোস্টে প্রশংসাসূচক মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘আরে নিজেদের মধ্যে আলোচনা করে ড্রেস ঠিক করেছিলেন নাকি?’