আরাফাত ময়দানজুড়ে শুধু ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ১৭:০১

আরাফাতের যাত্রাপথে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। ছবি: এএফপি

আরাফাতের যাত্রাপথে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। ছবি: এএফপি

  • 0

পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের মক্কা নগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের কয়েক মিলিয়ন মুসল্লি।

তাদের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা, ওয়ান্‌নি মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক্‌, লা শারিকা লাকা।’ বাংলায় এর অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম এ ধর্মীয় সম্মিলনে বাংলাদেশের হজযাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক মিলিয়ন মুসল্লি অংশ নিয়েছেন।

এ বছর বাংলাদেশের ১২২ হাজার ৮৮৪ হজ যাত্রী পবিত্র হজব্রত পালন করছেন।

ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু করেন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজযাত্রীরা গত সোমবার সারাদিন মিনায় অবস্থানের পর মঙ্গলবার ঐতিহাসিক আরাফাতের ময়দানে যান।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।

বুলেটিনে আরও জানানো হয়, মোট ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১২২ হাজার ৮৮৪ হজ যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী।

সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী। সৌদি আরবে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

সৌদি আরবের বাংলাদেশ অফিসের চিকিৎসা কেন্দ্র থেকে ৪৮ হাজার ৪৯২ জন হজযাত্রীকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের ৪ নারীসহ ২৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২২ জন ও মদিনায় ৪ জন হজ যাত্রী রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...