পেনসিলভেনিয়ায় বিপজ্জনক পদার্থবাহী ট্রেন লাইনচ্যুত

টিবিএন ডেস্ক

জুলাই ১৭ ২০২৩, ২৩:৫২

ফিলাডেলফিয়ার বাইরে বিপজ্জনক পদার্থবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

ফিলাডেলফিয়ার বাইরে বিপজ্জনক পদার্থবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

  • 0

ফিলাডেলফিয়া থেকে কিছুটা দূরে সোমবার ভোরে বিপজ্জনক পদার্থ বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, একটি ফোরটি-কার সিএসএক্স নরফোক সাউদার্ন মালবাহী ট্রেন সোমবার ভোর ৫টার দিকে পেনসিলভেনিয়ার মন্টগোমারি কাউন্টিতে লাইনচ্যুত হয়।

ট্রেনটির একাধিক বগি কাত হয়ে পড়ে গেছে। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি।

জরুরি সেবা দানকারী ক্রুদের দ্রুত হোয়াইটমার্শ টাউনশিপের একটি শহরতলি এলাকায় উদ্ধার কাজ পরিচালনায় পাঠানো হয়।

লাইনচ্যুত বগিগুলোর ১৫ থেকে ২০টিতে বিপজ্জনক পদার্থ রয়েছে।

ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়েছে।

ফক্স টুয়েন্টি নাইনের প্রতিবেদনে বলা হয়, বিপজ্জনক পদার্থগুলো লেভেল টু হ্যাজম্যাট ঘটাতে সক্ষম।

কর্মকর্তারা সোমবার ভোরে সতর্কতা হিসেবে ওই এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করেছেন। তারা জানিয়েছেন, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হোয়াইটমার্শ টাউনশিপ পুলিশ একটি ফেসবুক পোস্টে বলেছে, ‘দুর্ঘটনাস্থলের কাছের বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আমরা পূর্ব সতর্কতা থেকে কাজটি করেছি। অন্য এলাকার বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদেরও সরিয়ে নেব।’

পুলিশ জানিয়েছে, ফ্লোরটাউন রোড ও স্টেনটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী জশুয়া রোডের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...