
সাময়িকভাবে এলিয়েন এনিমিয অ্যাক্ট কার্যকরের সুযোগ পেলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক
এপ্রিল ৮ ২০২৫, ৯:৫৬

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
- 0
ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেইমস বোসবার্গের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে এলিয়েন এনিমেয অ্যাক্ট কার্যকরের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এছাড়া ভুলে এল স্যালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে, সোমবার নাগাদ দেশে ফেরত আনার নির্দেশও স্থগিত করা হয়েছে। প্রশাসনের জরুরি আবেদনের প্রেক্ষিতে সোমবার সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দিয়েছে উচ্চ আদালত। ৫-৪ ব্যবধানের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস। তিন উদারপন্থী বিচারপতির সাথে এমি কোনি ব্যারেট ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নেন।
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে গার্সিয়ার আইনজীবীর কাছ থেকেও ট্রাম্পের অনুরোধের জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত। আইনজ্ঞরা বলছেন,স্থগিতাদের মাধ্যমে পূর্ণাঙ্গ বেঞ্চে বিবদমান বিষয়টির সার্বিক পর্যালোচনায় বিচারপতিদের কিছুটা সময় দিয়েছেন জন রবার্টস।
গত ১৪ই মার্চ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন ডি অ্যরা-গুয়ার সদস্যদের দেশ থেকে বিতাড়নে ১৭৯৮ সালের এলিয়েন এনিমেয অ্যাক্ট প্রয়োগের ঘোষণা দেন।একইদিন বিমান ভর্তি করে এল সালভেদের শরণার্থী বিতাড়ন শুরু হয়। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করা হলে পরদিন অর্থাৎ ১৫ই মার্চ ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জাজ জেইমস বোসবার্গ, এই ধরণের ফ্লাইট অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
এরপর আপিল আদালতে শরণাপন্ন হলেও সুবিধা করতে পারনে ট্রাম্প প্রশাসন। শুরু হয় নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েন। প্রেসিডেন্ট নিজ পরিকল্পনা বাস্তবায়নে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেন। এরমাঝেই ভুলক্রমে মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে এল স্যালভাদরে পাঠানো হয়।
গত শুক্রবার মেরিল্যান্ডের ইউ এস ডিস্ট্রিক্ট জাজ পওলা শিনিয কিলমারকে ফিরিয়ে আনতে জাস্টিস ডিপার্টমেন্টকে সোমবার রাত ১২টা নাগাদ সময় বেধে দেন। এতে সোমবার জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে আবেদন জানান সলিসিটর জেনারেল ডি জন সয়ার। প্রশ্ন তোলেন একজন ফেডারেল বিচারক কি করে রাষ্ট্রের প্রধান নির্বাহীর আদেশ চ্যালেঞ্জ করতে পারেন?
বলা যেতে পারে এদিন অনেকটা তড়িঘড়ি করেই বোসবার্গের স্থগিতাদেশ প্রত্যাহার করে ট্রাম্পকে সাময়িকভাবে এলিয়েন এনিমেয অ্যাক্ট কার্যকরের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া ভুলে এল স্যালভাদরে পাঠানো গার্সিয়াকে,দেশে ফেরত আনার নির্দেশও স্থগিত করা হয়েছে।
প্রশাসনের জরুরিআবেদনের প্রেক্ষিতে সোমবার সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দিয়েছে উচ্চ আদালত। ৫-৪ ব্যবধানের এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস। তিন উদারপন্থী বিচারপতির সাথে এমি কোনি ব্যারেট ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নেন।
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে গার্সিয়ার আইনজীবীর কাছ থেকেও ট্রাম্পের অনুরোধের জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত। আইনজ্ঞরা বলছেন,স্থগিতাদের মাধ্যমে পূর্ণাঙ্গ বেঞ্চে বিবদমান বিষয়টির সার্বিক পর্যালোচনায় বিচারপতিদের কিছুটা সময় দিয়েছেন জন রবার্টস।
নিউ ইয়র্ক টাইমস এমন পরযবেক্ষণ দিয়েছে। এতে করে এই মামলার ভবিষ্যত রায়ে কোন প্রভাব পড়বে না বলেই মনে করছেন গার্সিয়ার আইনজীবী সাইমন মসেনবার্গ। হোয়াইট হাউযের দাবি কিলমার এমএস থার্টিন গ্যাংয়ের সদস্য। এর আগে ২০১৯ সালেও কিলমারের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ উঠলেও তা ভুল প্রমাণিত হয় এবং দেশে থাকার অনুমতি পান ২৯ বছর বয়সী গার্সিয়া।