নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী

টিবিএন ডেস্ক

ডিসেম্বর ১৯ ২০২৪, ১৭:০১

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনেক পরীক্ষার পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনে আরও পরীক্ষার জন্য দলের নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ৩১ দফা নিয়ে তিন জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এদিকে, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়নি। একই সঙ্গে এই বিষয়ে প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী।

দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র বলতে যা বোঝায় তা নিশ্চিতে একমাত্র বিএনপিই কাজ করে যাচ্ছে। দলের সবাই সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব বলেও জানান, তারেক রহমান।

এদিকে, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দ্যেশে নির্বাচনী ঘোষণা দেয়ার একদিন পরই তারই প্রেস সচিব শফিকুল আলমের দেয়া নির্বাচনী বক্তব্যকে পরস্পর বিরোধী এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতেই বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে দলটি।

পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানালেও বিএনপি অভিমত আদালতের কাছে আরও বেশি কিছু আশা করেছিল জনগণ। মির্জা ফখরুল বলেন, আদালতের এই রায়ে স্বীকৃত একমাত্র নির্বাচিত সংসদই এখতিয়ার রায়ে সংবিধান সংশোধনের। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে খুশি হবে বিএনপি।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার জরুরি।


0 মন্তব্য

মন্তব্য করুন