১৬ ‘ভুয়া’ ইলেক্টরের বিরুদ্ধে মিশিগানে মামলা

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১৩:১৫

মিশিগানের এই ১৬ জনের বিরুদ্ধে ভোটের ফল জালিয়াতির অভিযোগ এনেছেন অ্যাটর্নি জেনারেল। ছবি: সংগৃহীত

মিশিগানের এই ১৬ জনের বিরুদ্ধে ভোটের ফল জালিয়াতির অভিযোগ এনেছেন অ্যাটর্নি জেনারেল। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বিজয়ী ঘোষণা করার অভিযোগে ১৬ ভুয়া ইলেক্টরের বিরুদ্ধে মামলা করেছেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল (এজি)। এক বিবৃতিতে মঙ্গলবার এজি ডেনা নেসেল জানান, ওই ১৬ জনের মধ্যে আছেন মিশিগানের রিপাবলিকান পার্টির সাবেক ভাইস চেয়ার মিশাওন ম্যাডক ও ওয়াইওমিং সিটির বর্তমান মেয়র কেন্ট ভ্যান্ডারউ।

প্রায় ৩ বছরের তদন্তের পর নির্বাচনের ফল জালিয়াতির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হলো। নেসেল জানান, স্টেইট রিপাবলিকান পার্টির সদর দফতরের বেইযমেন্টে একত্রিত হয়ে ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করে ভুয়া নথিতে সই করেন অভিযুক্তরা। নিজেদের মিশিগান স্টেইটের নিযুক্ত ইলেকটর হিসেবে দাবি করেন রিপাবলিকান পার্টির ওই ১৬ সদস্য।

সই করা নথি তারা ইউএস সেনেট ও ন্যাশনাল আর্কাইভসে পাঠিয়ে নির্বাচনের ফলাফল বদলে দেয়ার চেষ্টা করেন। এমন কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করা এবং ভোটারদের মতামতকে উপেক্ষা করার শামিল, যা পুরোপুরি অবৈধ বলে জানান এজি নেসেল।

মামলায় ১৬ জনের বিরুদ্ধে জালিয়াতি, নির্বাচনি আইন অমান্য করাসহ আটটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...