এবারের দেশসেরা শিক্ষক ওকলাহোমার রেবেকা

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৫ ২০২৩, ১৮:০৯

টিচার অফ দ্যা ইয়ার হিসেবে ওকলাহোমার রেবেকা পিটারসনের নাম ঘোষণা করছেন সেক্রেটারি অফ এডুকেশন মিগুয়েল কারডোনা, করতালিতে তাকে অভিবাদন জানাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: গেটি ইমেজ

টিচার অফ দ্যা ইয়ার হিসেবে ওকলাহোমার রেবেকা পিটারসনের নাম ঘোষণা করছেন সেক্রেটারি অফ এডুকেশন মিগুয়েল কারডোনা, করতালিতে তাকে অভিবাদন জানাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: গেটি ইমেজ

  • 0

শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য ৫৫ শিক্ষককে বিশেষ সন্মাননা দিয়েছে হোয়াইট হাউয। সেইসঙ্গে এ বছরের দেশসেরা শিক্ষক ঘোষণা করা হয়েছে ওকলাহোমার রেবেকা পিটারসনকে।

বিশেষ এই আয়োজনে সম্মাননা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও সেক্রেটারি অফ এডুকেশন মিগুয়েল কারডোনা। 

সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে ১৫ জন এলিমেন্টারি স্কুলে, ৬ জন মিডল স্কুলে ও ২৬ জন হাইস্কুলে পাঠদান করেন। 

তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে সুশিক্ষা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনা মহামারির সময়ে দেশজুড়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যস্ত রাখতে শিক্ষকরা দারুণ কাজ করেছেন।

দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, উপযুক্ত পাঠদানের জন্য পাঠ্যপুস্তকে সময়োপযোগি সংস্কারসহ সব ধরণের ব্যবস্থা নেয়ার ব্যাপারে প্রশাসন শুরু থেকেই আন্তরিক বলে দাবি করেন প্রেসিডেন্ট।   


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...