চার জুলাই অ্যামেরিকার দক্ষিণ-পশ্চিমে তাপদাহের শঙ্কা

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৩, ৩:৪৩

তীব্র গরমে ফিনিক্স চিড়িয়াখানায় হাতির গায়ে পানি ছিটাচ্ছেন পরিচারক। ছবি: সংগৃহীত

তীব্র গরমে ফিনিক্স চিড়িয়াখানায় হাতির গায়ে পানি ছিটাচ্ছেন পরিচারক। ছবি: সংগৃহীত

  • 0

পশ্চিমাঞ্চলের তিনটি রাজ্যের বেশ কয়েকটি স্থানে তীব্র তাপদাহের শঙ্কায় রয়েছেন প্রায় ৩৫ মিলিয়ন অ্যামেরিকান। জুলাই ফোর হলিডেতে এ অঞ্চলের একাধিক শহরের তাপমাত্রা ছাড়াতে পারে ১০০ ডিগ্রি ফারেনহাইট।

এবিসি নিউজের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ফিনিক্সে তাপমাত্রা ১১১ ডিগ্রি, লাস ভেগাসে ১০৮ ডিগ্রি, পাম স্প্রিংসে ১১২ ডিগ্রি ও ডেথ ভ্যালিতে ১১৮ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে।

জুলাই ফোর হলিডেতে পোর্টল্যান্ড ও অরেগনের তাপমাত্রা ছুঁতে পারে ৯৭ ডিগ্রি ফারেনহাইট।

ডালাস, নিউ অর্লিনস ও নর্থ ক্যারোলাইনাতে ১০৪ ডিগ্রি, জ্যাকসন, মিসিসিপি, নেপলসে ১০৫ ডিগ্রি আর টালাহাসি, অরল্যান্ডোতে ১০২ ডিগ্রিতে পৌঁছাবে।

নিউ জার্সি থেকে সাউথ ক্যারোলাইনা অঞ্চলে দমকা বাতাস ও শিলাসহ ঝড় হতে পারে।

নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। পশ্চিমে মন্টানা, নর্থ ও সাউথ ডেকোটা ও মিনেসোটাতেও তীব্র ঝড় হতে পারে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...