পোল্যান্ডে হ্যাঙ্গারে আছড়ে পড়ল বিমান; নিহত ৫

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ৪:১২

পোল্যান্ডে হ্যাঙ্গারে ওপর আছড়ে পড়া বিমানের একাংশ। ছবি: সংগৃহীত

পোল্যান্ডে হ্যাঙ্গারে ওপর আছড়ে পড়া বিমানের একাংশ। ছবি: সংগৃহীত

  • 0

খারাপ আবহাওয়ার কারণে পোল্যান্ডের ক্রিতসনোর একটি স্কাই ডাইভিং সেন্টারের একটি হ্যাঙ্গারে সোমবার একটি সেসনা টুজিরোএইট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় ফায়ার ফাইটারদের মুখপাত্র মনিকা নোভাকোভস্কা-ব্রায়ন্ডা বলেন, দুর্ঘটনায় বিমানের পাইলট ও ঝড়ো আবহাওয়া থেকে হ্যাঙ্গারে আশ্রয় নেওয়া চারজন নিহত হয়েছেন। তিনি জানান, আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ক্রিতসনো পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে প্রায় ২৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

ফায়ার ফাইটার ও এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের নিকটস্থ নোভি ডিভর মাজোভিয়েকি এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফায়ার ফাইটারদের আরেক মুখপাত্র কাতারজিনা আরবানোস্কা জানিয়েছেন, আর কেউ আহত হয়েছেন কিনা সেটা দেখার জন্য উদ্ধারকারীরা আবারও হ্যাঙ্গারটি পরীক্ষা করছে।

পুলিশ জানিয়েছে তারা এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...