থ্যাংকসগিভিং উদযাপনের সময় বোমার হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন কানেটিকাটের ছয়জন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা। সামাজিক মাধ্যমের পোস্টে হাউয ইন্টিলিজেন্স কমিটির শীর্ষ সদস্য জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাথে থ্যাঙ্কসগিভিং উদযাপনের সময় তার বাড়িতে বোমা হামলার হুমকি সম্পর্কে তিনি জানতে পারেন। দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন। তবে কর্মকর্তারা তার বাড়িতে বোমা বা বিস্ফোরক খুঁজে পায়নি বলে তিনি জানিয়েছেন।
কংগ্রেস সদস্য জোহানা হেইস এক বিবৃতিতে জানিয়েছেন, তার বাড়ির মেইল বক্সে একটি পাইপ বোমা রাখা হয়েছে বলে স্থানীয় পুলিশ একটি ই-মেইল পেয়েছিল। তবে পুলিশ তার বাড়িতে কোন ধরণের বোমা বা বিস্ফোরক সদৃশ্য বস্তু খুঁজে পায়নি বলে তিনি জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক যাকারি কোহেন বলেন, এ ধরণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে একইভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন ক্যাবিনেটের জন্য মনোনীত লোকজনকেও বোমা হামলার মিথ্যা হুমকি দেয়া হয়েছে।
এফবিআই-এর সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ ম্যাকেইব বলেন, এ ধরণের হুমকির ঘটনায় তিনি বিস্মিত নন। আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিশ্চিত জানেন, এ ধরণের হুমকির ঘটনা ৯০ শতাংশই মূল্যহীন।