অ্যামেরিকা ও বৃটেইনে নেটফ্লিক্সের নতুন নিয়ম

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১৬:৩৬

নেটফ্লিক্সের লোগো। ফাইল ছবি

নেটফ্লিক্সের লোগো। ফাইল ছবি

  • 0

অ্যামেরিকা ও বৃটেইনে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। এর মাধ্যমে নতুন কিংবা ফিরে আসা কোনো গ্রাহক কোম্পানিটির বেসিক প্ল্যানের আওতায় থাকবেন না।

তবে নেটফ্লিক্স বলছে, তাদের সদস্যরা প্ল্যানের পরিবর্তন বা অ্যাকাউন্ট বাতিল না করলে বেসিক প্ল্যানের আওতায় থাকতে পারবেন।

গত মে মাসে নেটফ্লিক্স জানিয়েছিল, অ্যাড-সাপোর্টেড পরিকল্পনায় পাঁচ মিলিয়নেরও বেশি সদস্য সাইন আপ করেছিলেন। এর মানে প্রায় ২৫ শতাংশ গ্রাহক নতুন প্যাকেজটি গ্রহণ করেন।

এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, ‘অ্যামেরিকায় ৬.৯৯ ডলার এবং বৃটেইনে ৪.৯৯ পাউন্ড (অ্যাডসহ স্ট্যান্ডার্ড প্যাকেজ) খরচের মাধ্যমে গ্রাহকরা যে মানসম্পন্ন সেবা পান সেটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি।’

বেসিক প্ল্যান অনুযায়ী, নেটফ্লিক্স গ্রাহকদের প্রতি মাসে অ্যামেরিকায় ৯.৯৯ ডলার এবং বৃটেইনে ৬.৯৯ পাউন্ড গুনতে হয়।

আরও পড়ুন: পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করায় গ্রাহক বাড়ছে নেটফ্লিক্সের

নেটফ্লিক্স জানিয়েছে, এই মুহূর্তে তাদের বেশিরভাগ টিভি শো এবং চলচ্চিত্র বিজ্ঞাপন-সহায়তাপুষ্ট। তবে কিছু সংখ্যক কন্টেন্ট লাইসেন্সিং বিধিনিষেধের কারণে বিজ্ঞাপনের আওতায় নেই। এটি মূলত গত বছরের নভেম্বরে চালু হয়।

আরও পড়ুন: ইউটিউবকে টপকে গেল নেটফ্লিক্স

গত মাসে ক্যানাডাতেও বেসিক প্ল্যান বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। কোম্পানিটির বিজ্ঞাপন-সহায়তাপুষ্ট সার্ভিস বর্তমানে অ্যামেরিকা, বৃটেইন, অস্ট্রেলিয়া, ব্রাযিল, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, কোরিয়া, মেক্সিকো এবং স্পেনে চালু আছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...