গাড়িচাপায় ৮ প্রাণহানি: চালকের নামে মামলা

টিবিএন ডেস্ক

মে ৮ ২০২৩, ২২:৫৯

এই গাড়ির চাপায় টেক্সাসে আট পথচারীর মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

এই গাড়ির চাপায় টেক্সাসে আট পথচারীর মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

  • 0

ট্রেক্সাসের ব্রাউনসভিলে গাড়িচাপায় আট জন নিহতের ঘটনায় সন্দেহভাজন গাড়িচালকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ব্রাউনসভিল পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছেন, সন্দেহভাজনের নাম জর্জ অ্যালভারেজ। ৩৪ বছর বয়সী অ্যালভারেজ ওয্যানাম সেন্টারের কাছে এসইউভি চালিয়ে যাওয়ার সময় বাসস্টপে দাঁড়িয়ে থাকা ১৮ জনকে চাপা দেন। 

ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ চিফ ফেলিক্স সাউসেডা জানান, হতাহতরা অভিবাসী। তারা বর্ডার পেট্রোলের তত্বাবধানে ওয্যানাম মাইগ্রেন্ট সেন্টারে ছিলেন। 

সেখান থেকে বের হয়ে দলবেঁধে কোথাও যাওয়ার জন্য বাসস্টপে অপেক্ষা করছিলেন। সে সময় ট্রাফিকের লালবাতি অমান্য করে ছুটছিল অ্যালভারেজের গাড়ি। বাসস্টপের কাছে পৌঁছালে সেটি একপাশে উল্টে গিয়ে অভিবাসীদের চাপা দেয়। অ্যালভারেজ বের হয়ে পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে।

চিফ জানান, অ্যালভারেজ বেশ কয়েকবার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এবারের ঘটনায় তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। তার টক্সিকোলোজি পরীক্ষার রিপোর্ট হাতে পেতে অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

এদিকে এটি দুর্ঘটনা না উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড- তা জানতে কাজ করছে এফবিআই।   


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...