বেজোস-সানচেয গাঁটছড়া

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ১৮:২২

একত্রে লরেন সানচেয ও জেফ বেজোস। ছবি: সিএনএন

একত্রে লরেন সানচেয ও জেফ বেজোস। ছবি: সিএনএন

  • 0

অ্যামাযনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সঙ্গী সাবেক সম্প্রচার সাংবাদিক লরেন সানচেয সম্প্রতি বাগদান সেরেছেন।

দম্পতির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। 

তবে বেজোস-সানচেযের বিয়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

তাদের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু জানাননি সানচেয-বেজোস যুগল।

সানচেয একজন সমাজসেবী। এর আগে তিনি হলিউড এযেন্ট প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে ঘর করেছেন; তাদের রয়েছে তিন সন্তান। এ দম্পতির ১৩ বছরের সম্পর্ক ইতি হয় ২০১৯ সালে।

বেজোস এর আগে ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২৫ বছর সংসার করেছেন। তাদের রয়েছে চার সন্তান।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...