সিলেটে দ্বিপাক্ষিক সিরিযের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সিশেলস।
দুই ম্যাচের সিরিযটি এর মধ্য দিয়ে ১-১ সমতায় শেষ হলো।
জেলা স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিশেলসকে এগিয়ে দেন সেন্টারব্যাক মাইকেল মানসিয়ানে।
শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচের এই হারে সিশেলসের সঙ্গে সিরিয ভাগাভাগি করে নেয় জামাল ভুঁইয়ার দল।