তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক শান্ত

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৪:৫১

সেঞ্চুরির পর উদযাপনে নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

সেঞ্চুরির পর উদযাপনে নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

  • 0

তিন ফরম্যাটের ক্রিকেটেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বোর্ড সভার পর আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত। এতোদিন তিন ফরম্যাটে দলের নেতৃত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন সাকিব।

বিশ্বকাপে সাকিবের ইনজুরির কারণে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত।

তারপর হোম ও অ্যাওয়ে সিরিজে নিউ যিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেন তিনি। বিসিবি শান্তর কাঁধেই এখন পুরো দায়িত্ব দিচ্ছে।

অধিনায়কের পাশাপাশি নির্বাচক প্যানেলেও বদল এনেছে ক্রিকেটে বোর্ড। মিনহাজুল আবেদীনকে সরিয়ে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে প্রধান নির্বাচকের পদে বসানো হয়েছে।

তিন সদস্যের প্যানেল থেকে বাদ পড়েছেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। তবে, টিকে গেছেন আব্দুর রাজ্জাক।

আশরাফ, রাজ্জাকের সঙ্গে প্যানেলে যোগ হচ্ছেন এতদিন জুনিয়র নির্বাচক কমিটির সদস্য থাকা জাতীয় দলের সাবেক ব্যাটার হান্নান সরকার।


0 মন্তব্য

মন্তব্য করুন