বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৩, ১৬:৪০

চুক্তি শেষে ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমানের (ডানে) সঙ্গে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

চুক্তি শেষে ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমানের (ডানে) সঙ্গে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

  • 0

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ওপেনার তামিম ইকবাল। বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

তামিমের সঙ্গে বরিশাল টিমের এক বছরের চুক্তি হয়েছে। ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আগামী মৌসুমে তামিম ইকবাল আমাদের দলের হয়ে খেলবেন।’

গত বিপিএল মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তামিম। ইনজুরির কারনে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি।

ফরচুন বরিশালে ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেন তিনি। এজন্য সিনিয়র ক্রিকেটারদের দলে নিতে মরিয়া বরিশাল।

দুই মৌসুম বরিশালের হয়ে খেলার পর সাকিব আগামী মৌসুমের জন্য রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন। আর সাকিবের জায়গায় আইকন ক্রিকেটার হিসেবে তামিমকে নিয়েছে বরিশাল।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পরবর্তী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...