টেনেসি স্টেইটের মেমফিস শহরে একটি রেস্টুরেন্টের বাইরে গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ জন।
প্রাইভ রেস্টুরেন্ট অ্যান্ড নাইট ক্লাবে বুধবার রাতে এ ঘটনা ঘটলে তা পুলিশ বৃহস্পতিবার প্রকাশ করে।
পুলিশের বরাতে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির পর ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর মেমফিস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত বুধবার রাতে রেস্টুরেন্টে কোনো বিবাদের জেরে গুলি চালায় হামলাকারী। ঘটনাস্থলের নমুনা সংগ্রহকারী দল জানিয়েছে, অন্তত ৪০টি গুলি সেখানে চালানো হয়।
এই হামলার পর ঘটনাস্থলেই এক জন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আর নিজ উদ্যোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আহত ৫ জন। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক জনের বিরুদ্ধে হত্যার ও আরেকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তাদের ও হতাহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি।