জানালেন নিরাপত্তা কর্মকর্তা
দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান, বাড়াবে হামলা

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৫, ২৩:৪৯

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের তুবাস এলাকা থেকে দৃশ্যমান ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের তুবাস এলাকা থেকে দৃশ্যমান ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

  • 0

বর্তমান সংঘাতকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধ আখ্যা দেওয়া ইরানের কর্মকর্তা বলেন, এর ফল হবে ইসরায়েল সরকারের বিনাশ।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা।

ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার রাতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। দেশটি ইরানের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা করেছে।

এমন বাস্তবতায় ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। একই সঙ্গে দেশটি ইসরায়েলের ওপর হামলার পরিমাণ বাড়াবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধের পরিণতি ঠিক করবে তেহরান।

বর্তমান সংঘাতকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধ আখ্যা দেওয়া ইরানের কর্মকর্তা বলেন, এর ফল হবে ইসরায়েল সরকারের বিনাশ।

ওই কর্মকর্তা আরও বলেন, নিজেদের জনগণকে রক্ষা করছে ইরান। নেতানিয়াহুর অভিলাষ বাস্তবায়নে অ্যামেরিকার করদাতাদের অর্থ ব্যয় করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

ইরানের সামরিক স্থাপনা, শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে শুক্রবার শুরুর সময়ে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা আক্রমণ করে ইরান। এর পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।