সাউদার্ন ইলিনয়তে বুধবার একটি গ্রেহাউন্ড বাস ও তিনটি বাণিজ্যিক যানবাহনের সংঘর্ষে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
ইলিনয় পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ম্যাডিসন কাউন্টির সিলভার লেক রেস্ট এলাকার সেভেন্টি ইন্টারসেকশনে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে একটি যাত্রীবাহী গ্রেহাউন্ড বাস ও তিনটি বাণিজ্যিক যানের সংঘর্ষ হয়।
স্টেইট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জন নিহত হন। চার জনকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে এবং অন্তত ১০ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। তারা সবাই বাসের যাত্রী।