তামিমের অবসরের সিদ্ধান্তে হতবাক সতীর্থরা

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ১:০৬

সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণায় তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণায় তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

  • 0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের হুট করে বিদায় নেয়ায় অবাক হয়েছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তামিমের দীর্ঘদিনের সহ-খেলোয়াড়রা।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। একসাথে অনেক জয় উদযাপন করেছি, কঠিন সময় কাটিয়েছি। এটা ভাবতেই কষ্ট হচ্ছে আমরা একসঙ্গে আর ড্রেসিংরুম শেয়ার করব না। দেশকে কোন জয় এনে দেবো না একসঙ্গে। আপনার অর্জন ও বাংলাদেশ দলের হয়ে যা করেছেন তার জন্য আমি গর্বিত। বিদায় বন্ধু। আমার চোখে আপনিই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সত্যিই আপনার জন্য গর্বিত।’

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস ফেসবুকে লিখেছেন, ‘আমরা একসঙ্গে বাটিং করেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না ভাবতে অবিশ্বাস্য লাগছে। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রইলো।’

বাঁ-হাতি পেইসার মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘হতবাক করার মতো একটি খবর। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি সবসময় আমার কাঁধে আপনার দিকনির্দেশনা ও সহযোগিতার হাত মিস করব তামিম ভাই।’

টাইগার পেইসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘আপনার সঙ্গে দীর্ঘ এ যাত্রায় একসঙ্গে মাঠে ও মাঠের বাইরে অনেক মুহূর্ত ও স্মৃতি রয়েছে আমাদের। একজন ভাই ও অধিনায়ক হিসেবে আপনার সহযোগিতার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ। আমরা আপনার অভাব অনুভব করব ভাই।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...