পুলিশ জানিয়েছে, মিডটাউনের স্টুয়ার্ট হোটেলে বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। ওই হোটেলটি অভিবাসীদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, সকাল ৭ টা ৩২ মিনিটে শিশুটি অচেতন হয়ে পড়ে। তাকে বেলভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এটি কোনো নাশকতার ঘটনা নয় বলে পুলিশ মনে করছে। মৃত্যুর কারণ জানতে চিকিৎসকরা কাজ করছেন। আরও পড়ুন: বার বার সাহায্য চেয়েও ব্যর্থ অভিবাসী নারী হারালেন মেয়েকে টেক্সাসে গত ১৮ মে বর্ডার পেট্রোল হেফাজতে অসুস্থ হয়ে মারা যায় আট বছর বয়সী অভিবাসী শিশু। এ ঘটনায় বর্ডার পেট্রোলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে শিশুটির পরিবার।