স্পনসরশিপ ব্যাটেলে মুবাদালার কাছে হারলো রিয়াল মাদ্রিদ

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৩, ২৩:৪০

ছবি কোলাজ: টিবিএন টুয়েন্টি ফোর

ছবি কোলাজ: টিবিএন টুয়েন্টি ফোর

  • 0

স্টেডিয়ামে প্রস্তাবিত স্পনসরশিপ নিয়ে আদালতে আবু ধাবির বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুবাদালার কাছে ৪৪০ মিলিয়ন ডলার হেরেছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।

মামলার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স

রিয়াল মাদ্রিদের দাবি, একটি স্পনসরশিপ চুক্তি অনুযায়ী ২০ বছরের জন্য ‘সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম’ নামকরণের কথা ছিলো মুবাদালার। সেটি করতে ব্যর্থ হওয়ায় মুবাদালার কাছ থেকে ৪৪০ মিলিয়ন ডলার দাবি করে রিয়াল মাদ্রিদ।

সূত্রের বরাতে রয়টার্স লিখেছে ‘প্যারিসের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের নিয়মের অধীনে গঠিত সালিসি ট্রাইব্যুনাল মুবাদালার পক্ষে রায় দিয়েছে।’

২০১৪ সালে, রিয়াল মাদ্রিদ একটি পরিকল্পিত স্টেডিয়াম ওভারহল অর্থায়নে সহায়তার জন্য আবুধাবি তহবিল ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট কো – আইপিআইসির (এখন মুবাদালা) সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্বে সম্মত হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল বর্তমান কাঠামোতে একটি আকর্ষণীয় নতুন ছাদ এবং বাইরের অংশ যোগ করা, একটি হোটেল ও শপিং সেন্টার বানানো এবং আয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটিকে তার রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করা। 

২০১৫ সালে একটি মাদ্রিদ আদালত স্টেডিয়ামের মূল পরিবর্তনটি বন্ধে নির্দেশ জারি করে।

এরপর ২০১৭ সালে মাদ্রিদ সিটি কাউন্সিল অনুমোদিত আরেকটি পরিকল্পনায় সম্মত হয় রিয়াল মাদ্রিদ ও মুবাদালা।

আদালতের রায় বলেছে, ২০১৭ সালে দ্বিতীয় সম্প্রসারণ হওয়ার সময় স্পনসরশিপ চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন