ইলিনয়ের রিভার গ্রোভে এক শিশুর গুলিতে ৪ বছর বয়সী আরেক কন্যা শিশুর মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুই শিশু একই বাড়িতে থাকত। নিহত শিশুর বয়স জানালেও আরেক শিশুর বয়স প্রকাশ করেনি পুলিশ। তারা জানিয়েছে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।
আঘাত গুরুতর হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জানায়নি পুলিশ।
দুর্ঘটনার সময় শিশুর বাবা বাড়ির বাইরে ছিলেন। শিশুর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি নাইন ওয়ান ওয়ানে ফোন করেন।
দুর্ঘটনার ব্যবহৃত বন্দুকটির মালিক শিশুটির বাবা এমনটা নিশ্চিত করেছে পুলিশ। তারা জানিয়েছে শিশুটির বাবা তদন্তে সবধরণের সহযোগিতা করছেন।
শিশুদের দুর্ঘটনামূলক শুটিং নিয়ে কাজ করা সংস্থা এভরিটাউন রিসার্চ অ্যান্ড পলিসি জানিয়েছে, চলতি বছর শিশুদের দুর্ঘটনামূলক ১২৮টি শুটিং হয়েছে। যাতে ৫৪ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছে।