সুইমিং পুলে টপলেস হতে বাধা নেই কাতালান নারীদের

টিবিএন ডেস্ক

জুন ২৮ ২০২৩, ৩:০৪

কাতালুনিয়ার সুইমিং পুলে এখন থেকে টপলেস হতে পারবেন নারীরা। ছবি: সংগৃহীত

কাতালুনিয়ার সুইমিং পুলে এখন থেকে টপলেস হতে পারবেন নারীরা। ছবি: সংগৃহীত

  • 0

কাতালুনিয়ায় নারীরাও এখন টপলেস হয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। কাতালুনিয়ার টাউন হলকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

টপলেস হতে বাধা নেই এ ঘোষণাকে সাদরে গ্রহণ করেছেন কাতালুনিয়ার নারীবাদীরা। কাতালুনিয়ায় নারীদের টপলেস হওয়া ২০২০ সালের সমঅধিকার আইনের অন্তর্গত।

আইনটি চালু হওয়ার পর থেকে কয়েকটি মিউনিসিপ্যাল ​​সুইমিংপুল এটি মেনে চলেনি। সুইমিং পুলে আসা নারীরা গ্রীষ্মে কয়েক ডজন অভিযোগ জানান এ নিয়ে। স্থানীয় কর্তৃপক্ষকে এখন বলা হয়েছে নারী পুরুষের বৈষম্য বন্ধ করতে।

কাতালান সরকারের ইকুয়ালিটি অ্যান্ড ফেমিনিজম ডিপার্টমেন্ট এক চিঠিতে জানিয়েছে, ‘নারীদের টপলেস হতে বাধা দেওয়ার অর্থ জনসংখ্যার একটি অংশকে বাধা দেয়া। এ বাধা প্রত্যেকের শরীরের বিষয়ে প্রতিটি ব্যক্তির স্বাধীনতাকে লঙ্ঘন করে।’

চিঠিতে স্থানীয় কতৃপক্ষকে বলা হয়, ‘যেকোন ধরণের বৈষম্য দূর করতে হবে। লিঙ্গ, ধর্ম বিশ্বাস অথবা জামা কাপড়েও যা থাকতে পারে।’

চিঠিতে আরও কিছু শর্ত যোগ করা হয়। যেমন, মাতৃদুগ্ধ পান করানো বৈধ করা, সম্পূর্ণ শরীর ঢাকে এমন সাতারের পোশাক বৈধ করা যা মুসলিমদের কাছে ‘বুরকিনি’ নামে পরিচিত।

কাতালান ইকুইটি ডিপার্টমেন্টের একজন মুখপাত্র স্প্যানিশ মিডিয়াকে বলেছেন, পৌরসভাগুলিকে এগুলো বাধ্যতামূলক ভাবে মানতে হবে।

মুগ্রনস লিউরেস নামের একটি নারীবাদী দলের মুখপাত্র বলেন, ‘এটি লিঙ্গ সমতার সমস্যা। পুরুষরা টপলেস হতে পারে কিন্তু নারীরা পারে না।’

চিঠিটি নিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা জানি না কেন তারা এত সময় নিয়েছে। তবে আমরা খুব খুশি।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...