অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ‘বয়সের ভারে আবোলতাবল বকছেন’ বলে মন্তব্য করেছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।
পরমাণু হুমকি মোকাবিলায় চলতি সপ্তাহে একটি চুক্তিতে সই করেছে অ্যামেরিকা এবং সাউথ কোরিয়া। ওই চুক্তির পর বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অ্যামেরিকা বা তার মিত্রদের বিরুদ্ধে নর্থ কোরিয়ার যেকোনো ধরনের পারমাণবিক হামলা বরদাশত করা হবে না। আর এ ধরনের কিছু ঘটলে নর্থ কোরিয়ায় যে ধরনের শাসকগোষ্ঠী থাকুক না কেন তাদের বিদায় নিতে হবে।’
৮০ বছর বয়সী বাইডেনের এমন হুঁশিয়ারির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিম জং উনের ৩৫ বছর বয়সী বোন। ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডাইরেক্টর কিম ইয়ো জং বলেন, ‘এটি বিভ্রান্তিতে নিমজ্জিত একজন ব্যক্তির অর্থহীন একটি মন্তব্য হিসেবে ধরে নেয়া যেতে পারে। তিনি (বাইডেন) এমন একজন ব্যক্তি যিনি অ্যামেরিকার সুরক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব নিতে একেবারেই অক্ষম। তিনি একজন বয়স্ক মানুষ, যার কোনো ভবিষ্যত নেই; এমনকি নিজের অফিসের মেয়াদের বাকি দুই বছর কাজ চালিয়ে যাওয়াও তার পক্ষে বেশ কঠিন।’
সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক-ইওলকে ‘বোকা’ বলেও অভিহিত করেন কিম ইয়ো জং।