কোন সুতার টানে চলছে সরকার, জানতে চায় জনগণ: রিজভী

টিবিএন ডেস্ক

অক্টোবর ২২ ২০২৪, ১৫:২৮

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

  • 0

আওয়ামী লীগের আমলে অপরাধ করা মন্ত্রী-এমপিদের গ্রেফতার নিয়ে লুকোচুরির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুতুল নাচের খেলার নাচের মতো অন্তর্বর্তী সরকারকে কেউ সুতার টান দিচ্ছে কিনা তা জানতে চায় জনগণ।

রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শেখ হাসিনার দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারে মন্থরগতি লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের নীল নকশার অংশ বলেও মনে করেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শুরু থেকে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে।

পদত্যাগের প্রসঙ্গ নতুন করে তোলাকে সন্দেহজনক উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেছেন, শাসক পালিয়ে গেলে পদত্যাগ করা না করা দিয়ে কিছু আসে যায় না।

ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক।


0 মন্তব্য

মন্তব্য করুন