মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারে এশিয়া সফরে অ্যান্টোনি ব্লিনকেন

বাসস

জুলাই ২৬ ২০২৪, ১৩:১৬

ইউএস সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন। ছবি: সংগৃহীত

ইউএস সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন। ছবি: সংগৃহীত

  • 0

ওয়াশিংটনের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইউএস সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন পূর্ব এশিয়ার দেশ লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে পৌঁছেছেন। সম্প্রতি প্যাসিফিক অঞ্চলে অ্যামেরিকা ক্রমবর্ধমানভাবে চায়নার কাছ থেকে বেশ বড় ধরনের চাপের মুখোমুখি হচ্ছে।

হোয়াইট হাউযের লড়াই থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম প্রত্যাহারের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার এই সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

তিন বছরেরও বেশি সময় আগে দায়িত্ব নেয়ার পর থেকে ব্লিনকেনের এটি এশিয়ায় ১৮তম সফর।

প্রেসিডেন্ট বাইডেন এবং ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবারের হোয়াইট হাউস বৈঠকে উপস্থিত থাকার জন্য ব্লিনকেন তার এশিয়া সফরসূচি এক দিন ছোট করেছেন।

প্রায় আট দিনের সফরে তিনি ভিয়েতনাম, লাওস, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও মঙ্গোলিয়া এই ছয়টি দেশ সফর করবেন।

সফরের শুরুতে তিনি শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

ওই আলোচনার ফাঁকে তিনি চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করতে পারেন।

তারপর কমিউনিস্ট নেতা নগুয়েন ফু ট্রং-এর মৃত্যুতে ভিয়েতনামের কর্মকর্তাদের প্রতি অ্যামেরিকানদের সমবেদনা জানাতে ব্লিনকেন শনিবার হ্যানয় যাবেন।

শনিবার জাপানে ব্লিনকেন জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কোয়াডের একটি বৈঠকে অংশ নেবেন।

টোকিও ও ম্যানিলায় ব্লিনকেন এবং ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন তাদের সমকক্ষদের সঙ্গে আলোচনা করবেন, যেখানে সাউথ চায়না সাগরে বেইজিংয়ের সঙ্গে আঞ্চলিক বিরোধে ফিলিপিন্সের এজেন্ডার শীর্ষে থাকতে পারবে

ব্লিনকেন মঙ্গলবার সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ায় বিশেষ বৈঠকের পর তার এশিয়া সফর শেষ করবেন।


0 মন্তব্য

মন্তব্য করুন