ইস্ট লন্ডনের ইলফোর্ডের পার্কে চমৎকার রৌদ্রজ্বল দিনে দলে দলে মুসল্লিরা এসেছেন অস্থায়ী ঈদগাহে।
বাবা মায়ের সঙ্গে আসে ছোট্ট শিশুরাও। বৃটেইনে জন্ম নেয়া শিশুরা বাংলাদেশের ঈদ উৎসবের বিষয়ে কিছু বলতে না পারলেও, বাবার হাত ধরে এসে এতটুকু বুঝতে পারছে উৎসবে এসেছে, তাই মহাখুশি তারা। হাজারো শিশুর উপস্থিতিতে বাবা মায়েরাও বেশ খুশি এই ভেবে যে তাদের সন্তানরা বিদেশের মাটিতেও শিখছে নিজস্ব সংষ্কৃতি।
ঈদগাহে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পরিবারের সবাইকে নিয়ে পার্কে আসতে দেখা যায় অনেককে।
ইস্ট লন্ডনে বাঙালিদের আধিক্য থাকায় অধিকাংশ জামাত আয়োজনে বাঙালিরাই আয়োজনের মূল ভূমিকায় থাকেন। বলেন এটি বাঙালি হিসেবে তাদের গর্ব।
নামাজ শেষে মোনাজাত আর কোলাকুলির মধ্য দিয়ে শেষ হয় ঈদ আনন্দের প্রথম ধাপ।