লুইভিলে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পুলিশ চিফ নিয়োগ

টিবিএন ডেস্ক

জুলাই ২২ ২০২৩, ১৬:০৪

জ্যাকুলিন গুইন-ভিলারোয়েল। ছবি: সংগৃহীত

জ্যাকুলিন গুইন-ভিলারোয়েল। ছবি: সংগৃহীত

  • 0

লুইভিলে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পুলিশ চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাকুলিন গুইন-ভিলারোয়েল। প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী লুইভিল মেট্রো পুলিশ ডিভিশনের প্রধানের ভূমিকায় স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

লুইভিল মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেছেন, গুইন-ভিলারোয়েল গত জানুয়ারি থেকে লুইভিল ডিপার্টমেন্টে অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করছেন। অ্যামেরিকাজুড়ে লুইভিলের জন্য উপযোগী পুলিশ প্রধানের খোঁজ শেষে ভিলারোয়েলকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মেয়র জানান, লুইভিলের পুলিশ চিফ নিয়োগে অ্যামেরিকা জুড়ে ২০ প্রার্থীকে চূড়ান্ত পর্বের সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়। ভিলারোয়েল তাদের একজন। নির্বাচন কর্মকর্তা, শহরের অলাভজনজক প্রতিষ্ঠানের নেতা ও বাসিন্দাদের নিয়ে গঠিত একটি অ্যাডভাইযরি কমিটি ওই ২০ প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে ভিলারোয়েলকে চূড়ান্ত করে।

গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন প্রধান গুইন-ভিলারোয়েল আমাদের শহরকে দেখিয়েছেন আমি আমাদের স্থায়ী পুলিশ চিফের জন্য যেসব গুণাবলি খুঁজছি ও আমাদের কমিউনিটি যে ধরনের লিডার খুঁজছে সে বৈশিষ্ট্যগুলো তার ভেতর রয়েছে।’

লুইভিল পুলিশে অস্থায়ী প্রধান হিসেবে যোগ দেয়ার আগে গুইন- ভিলারোয়েল অ্যাটল্যান্টা পুলিশ ডিভিশনে ২৪ বছর দায়িত্ব পালন করেছেন। লুইভিলে গত ছয়মাসে তিনি একটি নানফ্যাটাল শ্যুটিং ইউনিট চালু করেছেন। একই সঙ্গে একটি ‘ক্রাইসিস কোল ডাইভারশন প্রোগ্রাম’ আরও বর্ধিত করেন তিনি।

স্থায়ী প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর একটি বিবৃতিতে গুইন- ভিলারোয়েল বলেছেন, ‘লুইভিল আমাকে প্রাণখুলে স্বাগত জানিয়েছে। আমি আমাদের পুলিশ ডিভিশনের প্রধানের দায়িত্ব পালন করতে পেরে সম্মানিত।’

তিনি বলেন, ‘আমি ও আমার দল কমিউনিটি পুলিশিং, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এলএমপিডি ও এই শহরের জনগণের মধ্যে আস্থা তৈরি করতে সবসময় সোচ্চার থাকব।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...