ডিক্সভেল নচে ‘মধ্যরাতে ভোট’, ফলও প্রকাশ

টিবিএন ডেস্ক

নভেম্বর ৫ ২০২৪, ১১:৫৯

ডিক্সভেল নচের ভোট কেন্দ্র। ছবি: সংগৃহীত

ডিক্সভেল নচের ভোট কেন্দ্র। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার অদ্ভুত নির্বাচনি ঐতিহ্যের একটি নিউ হ্যাম্পশায়ার স্টেইটের ডিক্সভেল নচের মধ্যরাতের ভোট। দেশের উত্তরপূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার স্টেইটের ক্ষুদে শহর ডিক্সভেল নচেতে ঐতিহ্য ধরে রেখে এবারও স্থানীয় সময় মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।

রসায়নবিদ থেকে ব্যবসায়ীতে পরিণত হওয়া নিয়েল টেলিটসন ১৯৬০ সাল থেকে শহরের বালসামস গ্র্যান্ড রিসোর্ট হোটেলে মধ্যরাতে ভোট দেয়ার ঐতিহ্য চালু করেন।

নিয়েল টেলিটসনের ছেলে ৭৯ বছর বয়সী টম টিলোটসন ভোটগ্রহণ শুরুর কয়েক মিনিট আগে বলেন, ‘আমাদের কাছে এটি স্বাভাবিক বলেই মনে হয়।’

শহরটির ভোটার খুব কম হওয়ায় দ্রুত ভোট গণনা করে ফলও প্রকাশ করে দিতে পারে তারা। এখানে নিবন্ধিত ভোটারদের মধ্যে চারজন রিপাবলিকান এবং দুইজন অঘোষিত ভোটার ছিলেন।

ভোট শুরু হওয়ার ১২ মিনিট পরেই এবারের অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রথম ফল ঘোষণা করা হয় কেন্দ্রটি থেকে। নির্বাচনে অ্যামেরিকা-ক্যানাডার সীমান্তবর্তী শহরটির ছয়জন নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন।

ফল প্রকাশের পর দেখা যায় ছয় জন ভোটারের তিনজন ভোট দিয়েছেন কামালা হ্যারিসকে ও অপর তিনজন ভোট দিয়েছেন ডনাল্ড ট্রাম্পকে। অথচ ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে কেন্দ্রটি থেকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প একটি ভোটও পাননি।

এর আগে জানুয়ারিতে জিওপি প্রাইমারিতে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালির পক্ষে ছয়টি ভোট পড়ে শহরটি থেকে।

এর মধ্যে আরেকটি মজার ব্যাপার হচ্ছে শহরটির নিবন্ধিত ভোটারের চেয়ে হোটেলে উপস্থিত সংবাদ কর্মীর সংখ্যা বেশি ছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন