ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারের পক্ষে নির্বাচনের আগে সোচ্চার ট্রাম্প

টিবিএন ডেস্ক

মে ১৮ ২০২৪, ২১:২৫

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পক্ষে তার অবস্থান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের জন্য অ্যামেরিকার ইতিহাসে সেরা প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা এপি জানায়, মিনেসোটায় শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প এ দাবি করেছেন।

তিনি বলেন, ‘যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, বিশেষত যাদের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র আছে, তারা আগ্নেয়াস্ত্র ভালোবাসে এবং তারা সঠিক উদ্দেশ্যে সেটি ব্যবহার করে। কিন্তু আপনারা জানেন, এটি একটি আশ্চর্যজনক বিষয় যে তারা খুব কম ভোট দেয়।’

এ সময় ট্রাম্প গান ওউনারদের ইঙ্গিত করে বলেন, ‘তবুও আপনাদের ভোট দিতে হবে। ভোট দেয়ার মতো আমি ছাড়া আর কেউ নেই; কারণ ডেমোক্র্যাটরা আপনাদের অস্ত্র কেড়ে নিতে চায় এবং তারা আপনাদের অস্ত্র কেড়ে নেবে।’

টেক্সাসে শনিবার ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের (এনআরএ) হাজার হাজার সদস্যের সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

শনিবারের আয়োজনে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত করে শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘তাই আমি আগামীকাল এনআরএর সম্মেলনে কথা বলতে যাচ্ছি, আপনাদের বের হয়ে ভোট দিতে হবে।’

ট্রাম্পের এনআরএর সম্মেলনে উপস্থিতির আগে এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, ‘ট্রাম্প এমন এক সময়ে বন্দুকের পক্ষে কথা বলছেন যখন বন্দুক সহিংসতা অ্যামেরিকায় শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর এক নম্বর কারণ। ডনাল্ড ট্রাম্প আগ্নেয়াস্ত্রের পক্ষে লবিদের সমর্থন করছেন এবং পুনরায় নির্বাচিত হলে সংকট আরও খারাপ করার হুমকি দিচ্ছেন।’

আগ্নেয়াস্ত্র কোম্পানিগুলোর লবিদের থেকে প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন অ্যামেরিকাকে নিরাপদ রাখার চেষ্টা করছেন দাবি করে ওই বিবৃতিতে কামালা হ্যারিস বলেন, ‘আমাদের শিশু এবং কমিউনিটির সুরক্ষা বলি দিতে হলেও ডনাল্ড ট্রাম্প লবিদের বিশেষ স্বার্থকে খুশি রাখতে চাইবেন।’


0 মন্তব্য

মন্তব্য করুন