জুনটিন্থকে নেভাডায় স্টেইট হলিডে ঘোষণা

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৩, ১৭:৩৫

এই দিনে হাজার হাজার আফ্রিকান অ্যামেরিকান  দাসকে মুক্তি দেয়া হয়। ছবি: সংগৃহীত

এই দিনে হাজার হাজার আফ্রিকান অ্যামেরিকান দাসকে মুক্তি দেয়া হয়। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের পর এবার নেভাডাও জুনটিন্থকে স্টেইট হলিডে ঘোষণা করেছে। অ্যামেরিকান ক্রীতদাসের মুক্তির এই দিনকে উদযাপনে এই পদক্ষেপ নিয়েছেন নেভাডার আইনপ্রণেতারা।

প্রতি বছর জুনের ১৯ তারিখকে জুনটিন্থ হিসেবে পালন করা হয়। জুন ও নাইন্টিন্থ শব্দ দুটি জোড়া দিয়ে এই নামকরণ।

রিপাবলিকান গভর্নর জো লম্বার্ডো বৃহস্পতিবার জুনটিন্থকে স্টেইট হলিডে করার বিলে সই দিয়ে তা আইনে পরিণত করেন। এ বছর থেকেই স্টেইট জুনটিন্থে পাবে ছুটি।

বিলটি স্টেইট অ্যাসেম্বলিতে ৪০-১ এবং সেনেটে ১৯-২ এ ভোট পাস হয়।

টেক্সাসের গালভেস্টোনে ১৮৬৫ সালের এই দিনে ২৫০ হাজার আফ্রিকান অ্যামেরিকান দাসত্ব থেকে মুক্তি পান। এরপর থেকে এ দিনটি নানা ভাবে উদযাপন করা হয়।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দাসমুক্তির ঘোষণা দেয়ারও দুই বছর পর অ্যামেরিকায় দাসপ্রথার অবসান ঘটে।

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে জুনটিন্থকে ফেডারেল হলিডে করার বিলে সই করেন।

 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...