ট্রাফিক স্টপ অমান্য করে পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১
টিবিএন ডেস্ক
মে ১১ ২০২৩, ২০:৪৯
ছবি: এবিসি সেভেন
0
নিউ ইয়র্কের ব্রঙ্কসে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে থেমে থাকা একটি ট্রাক্টর ট্রেলারের সঙ্গে কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
গুরুতর আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
কর্মকর্তারা বলছেন, পুলিশ বুধবার সন্ধ্যায় রিভারডেলে একটি হোন্ডা সিআর-ভি কারকে থামাতে সংকেত দেয়। সেই সংকেত অমান্য করে গাড়ি চালক দ্রুত গাড়ি চালাতে থাকেন। কিছুক্ষণ পর কারটিকে হান্টস পয়েন্টের ড্রেক স্ট্রিট অ্যান্ড স্পফোর্ড অ্যাভিনিউতে একটি ট্রাক্টর ট্রেলারের পেছনে বিধ্বস্ত হতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, কার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।