নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৩

টিবিএন ডেস্ক

মে ১৬ ২০২৩, ১৯:২৫

সন্দেহভাজন ব্যক্তি ডাস্টিন অ্যাভিনিউ ও ইউটে স্ট্রিটের পাশে একটি আবাসিক এলাকায় এলোপাতারি গুলি চালায়। ছবি: এপি

সন্দেহভাজন ব্যক্তি ডাস্টিন অ্যাভিনিউ ও ইউটে স্ট্রিটের পাশে একটি আবাসিক এলাকায় এলোপাতারি গুলি চালায়। ছবি: এপি

  • 0

নিউ মেক্সিকোর ফার্মিংটনে বন্দুকধারীর হামলায় তিন জন নিহত ও দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।

ফার্মিংটন পুলিশ চিফ স্টিভ হেবে সোমবার রাতে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানেন, সোমবার সকাল ১০টা ৫৭ মিনিটে ১৮ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ডাস্টিন অ্যাভিনিউ ও ইউটে স্ট্রিটের পাশে একটি আবাসিক এলাকায় এলোপাতারি গুলি চালায়। তিনি একটি এআর-স্টাইল রাইফেলসহ অন্তত তিনটি ভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।

ডেপুটি চিফ বারিক ক্রাম সোমবার সাংবাদিকদের বলেন, ‘অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান। আশেপাশের এক চতুর্থাংশ মাইল পর্যন্ত ওই ব্যক্তি কমপক্ষে ছয়টি বাড়ি ও তিনটি গাড়ি লক্ষ্য করে গুলি চালান। চার পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালালে নিহত হন শুটার।’

আহত দুই অফিসারের একজন ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টে এবং অন্যজন নিউ মেক্সিকো স্টেইট পুলিশে কর্মরত। তাদের সান জুয়ান আঞ্চলিক মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে।

পুলিশ চিফ হেবে জানিয়েছেন, আহত দুই অফিসারকে চিকিৎসা শেষে রিলিয দেয়া হয়েছে। তারা এখন স্টেইট পুলিশ অফিসার হাসপাতালে রয়েছেন।  

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ক্রাম। 

তিনি বলেন, ‘আসলে কী ঘটেছে তা জানতে আমরা ঘটনাস্থলের বেশ কয়েকটি ব্লক সক্রিয়ভাবে দেখছি।’

ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্ট, নিউ মেক্সিকো স্টেইট পুলিশ এবং ইউএস ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে।

নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম এক টুইট বার্তায় জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমার প্রশাসন সম্ভাব্য সব দিক থেকে গান ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...