রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর
এবার ইরানের তেলের ডিপোকে লক্ষ্য বানাল ইসরায়েল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ২২:৪৩

জ্বলছে তেহরানের উত্তরপশ্চিমের শাহরান তেল ডিপো। ছবি: এক্স

জ্বলছে তেহরানের উত্তরপশ্চিমের শাহরান তেল ডিপো। ছবি: এক্স

  • 0

ইরানের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরনা জানায়, তেলের ডিপো ও জ্বালানির ট্যাংকে হামলা হলেও পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’।

ইরানের তেহরানে শাহরান তেলের ডিপো ও একটি জ্বালানি ট্যাংকে ইসরায়েল শনিবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বা ইরনা।

ইসরায়েলে ফের ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার খবরের মধ্যেই ইরানের তেলের ডিপোতে হামলাটি হলো।

ইরানের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরনা জানায়, তেলের ডিপো ও জ্বালানির ট্যাংকে হামলা হলেও পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’।

সিএনএনের খবরে বলা হয়, তেহরানের উত্তরপশ্চিমে শাহরান তেল ডিপো এবং রাজধানী শহরের দক্ষিণে অবস্থিত ট্যাংকটি।

ঘটনাস্থলে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া দল গেছে বলে জানিয়েছে ইরনা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রাথমিক খবর অনুযায়ী, দুটি ট্যাংকেই জ্বালানির স্তর বেশি ছিল না। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।

এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরানের দক্ষিণে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পার্স গ্যাস ফিল্ডে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।