ইইউর নিষেধাজ্ঞাকে ‘দুঃখজনক’ বলল ইরান

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৩ ২০২৪, ১৪:৪৩

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণের জেরে ঘোষিত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞাগুলোকে ‘দুঃখজনক’ অ্যাখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, ইরান আত্মরক্ষার জন্য এ কাজ করেছে।

রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক এক্স বার্তায় এ প্রতিক্রিয়া জানান।

হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এক্সে লেখেন, ‘ইযরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার কারণে ইইউ ইরানের বিরুদ্ধে আরও বেআইনি বিধিনিষেধ প্রয়োগ করার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, যা দুঃখজনক।’

তিনি ইরানের পরিবর্তে ইইউকে ইযরায়েলের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগের আহ্বান জানান।

দামেস্কে দূতাবাস কম্পাউন্ডে সন্দেহভাজন ইযরায়েলি বোমা হামলার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান ইযরায়েলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এবং রাশিয়ার কাছে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা প্রসারিত করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।

নিষেধাজ্ঞার সম্প্রসারণ কার্যকর হওয়ার আগে একটি আইনি কাঠামো অনুমোদনের জন্য ব্রাসেলকে [ইইউর সদর দপ্তর] আরও বেশ কিছু কাজ করতে হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন