নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

টিবিএন ডেস্ক

মার্চ ২৮ ২০২৪, ১১:২৩

নিহত তরুণ উইন রোজারিও। তিনি নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। ছবি: সংগৃহীত

নিহত তরুণ উইন রোজারিও। তিনি নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। ছবি: সংগৃহীত

  • 0

দুবৃত্তের হাতে এনওয়াইপিডি অফিসারের খুনের ঘটনার একদিন পরই পুলিশের গুলিতে মারা গেছেন এক বাংলাদেশি তরুণ । নিহত তরুণের নাম উইন রোজারিও।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ আরও দাবি করে, উইন রোজারিও কাপড় কাটার কাঁচি দিয়ে আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি করেন তারা।

নিহতের স্বজনরা বলছেন, বিনা অপরাধে খুন হয়েছেন উইন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।

কুইন্সের ওজন পার্ক এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন ফ্রান্সিস রোজারিওর পরিবার।পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে উইন রোজারিও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওয়ান ও টু প্রিসিঙ্কটের পুলিশ নাইনওয়ানওয়ানে একটি কল পেয়ে দ্রুত সাড়া দেয়। এ সময় পুলিশ সদস্যরা দেখতে পান বাড়িতে থাকা ১৯ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আছে।

তাকে উদ্ধার করতে গেলে সে একটি কাপড় কাটার কাঁচি নিয়ে তাদের আক্রমন করতে যায়। আত্মরক্ষার অংশ হিসেবে এ সময় পুলিশ তাকে গুলি করে।

পরে গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোজারিওর পরিবার দাবি করেছে, পুলিশ চাইলে গুলি না করে রোজারিওকে আটক করতে পারতো। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ গুলি করেছে।

নিহতের বাবা বাংলাদেশি অ্যামেরিকান ফ্রান্সিস রোজারিও দীর্ঘ ১০ বছর ধরে এ এলাকায় বাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের গাজীপুরে। দুই সন্তানের মধ্যে উইন রোজারিও বড়।


0 মন্তব্য

মন্তব্য করুন