ইযরায়েলি হামলায় ৪ লেবাননের বেসামরিক নাগরিক নিহত

টিবিএন ডেস্ক

মে ৫ ২০২৪, ২০:৪৭

হামলার পর হামলাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

হামলার পর হামলাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

  • 0

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামের একটি বাড়িতে রোববার ইযরায়েলি বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্রগুলো।

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইযরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া মাইস আল জাবাল এলাকায় এই চারজন নিহত হন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, এর প্রতিশোধ হিসেবে তারা লেবানন সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনা শহরে দশটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

বিক্ষিপ্তভাবে বিমান হামলা ও গোলাগুলি হলেও উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ থেকে পিছু হটেছে।

গত অক্টোবর থেকে লেবাননে ইযরায়েলি হামলায় হিজবুল্লাহর ২৫০ জনেরও বেশি সদস্য ও ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইযরায়েলের প্রায় এক ডজন সেনা ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইযরায়েলি সূত্রগুলো জানিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন